ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

রাজধানীতে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪ | ১৬:০৪

জমিসংক্রান্ত বিরোধে রাজধানীর পল্লবী এলাকার এক বাসায় ঢুকে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তা ইদ্রিস আলীর হাতের আঙ্গুল কেটে যায়। সেইসঙ্গে তার স্ত্রী চাঁদনীর কানের একাংশ ছিঁড়ে যায়।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসান সমকালকে বলেন, আত্মীয়-স্বজনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। 

আহত ইদ্রিস আলী জানান, সোমবার ভোরে সেহরি খেয়ে তারা ঘুমিয়েছিলেন। এ সময় স্থানীয়  ইয়াসিনের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে স্বামী-স্ত্রীকে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পরিবারের অভিযোগ, হামলাকারীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে ঝামেলা চলছিল ইদ্রিসের। তাকে ‘শায়েস্তা’ করতেই এই হামলা। হামলাকারীরা স্থানীয় রাজনীতিবিদদের ছত্রছায়ায় নানা অপকর্মে লিপ্ত। এ ঘটনায় ওই দিন রাতেই ইয়াসিন, আল আমিন, সোলায়মান, মো. আলী ও আবদুল মান্নানের নাম উল্লেখ করে পল্লবী থানায় মামলা করা হয়। পরে তাদের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

×