ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সহিংসতা রোধে নারীদের নিয়ে জনসচেতনতামূলক প্রোগ্রাম ডিএমপির

সহিংসতা রোধে নারীদের নিয়ে জনসচেতনতামূলক প্রোগ্রাম ডিএমপির

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪ | ১৮:৫০

নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী নারী, গৃহবধূ ও ছাত্রীদের নিয়ে একটি অংশজন জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্টিং ইনভেস্টিগেশন বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির উইমেন সাপোর্টিং ইনভেস্টিগেশন বিভাগের হল রুমে এই সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। এতে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানের শেষে সবার মাঝে লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নারী নির্যাতনের বিভিন্ন দিক সম্পর্কে জানানো হয়। পাশাপাশি এ বিভাগের কর্মকাণ্ড এবং এখান থেকে সহজে নারী ও শিশুরা সেবা নিতে পারবেন, সে বিষয়ে তুলে ধরা হয়। এ সময় কর্মক্ষেত্রে এবং পারিবারিক জীবনে নারীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হন সে বিষয়ে জানতে চাওয়া হয় এবং তার প্রতিকার সম্পর্কেও আলোচনা করা হয়।

ডিসি হুমায়রা পারভিন বলেন, নারী ও শিশু নির্যাতনের বাইরেও ভিকটিম সাপোর্ট সেন্টারে উল্লেখযোগ্য সংখ্যক হারিয়ে যাওয়া শিশু ও বয়স্ক ব্যক্তিদের উদ্ধার করা হয়। ঢাকা শহরে বিভিন্ন এলাকায় অনেক শিশু এবং বয়স্ক মানুষ হারিয়ে যায়। তাদেরকে পুলিশ অথবা কোন ব্যক্তি উদ্ধার করে এখানে নিয়ে আসলে এখানকার বিশেষায়িত টিমের মাধ্যমে তাদের পরিবারকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। পরে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। যাদের পরিবার খুঁজে পাওয়া যায় না তাদেরকে শেল্টার হোমে পুনর্বাসন করা হয়।

তিনি বলেন, নির্যাতনের শিকার এবং হারিয়ে যাওয়া নারী ও শিশুদেরকে ভিকটিম সাপোর্ট সেন্টারে অবস্থানকালীন সময়ে উন্নত মানের খাবার, বাসস্থান, পোশাক, মনোসামাজিক কাউন্সেলিং এবং চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

অনুষ্ঠানে উইমেন সাপোর্টিং সেন্টারের উপকমিশনার (ডিসি) ড. হুমায়রা পারভিন ও অতিরিক্ত উপকমিশনার ইয়াসমিন সাইকা পাশাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাজের বিভিন্ন শ্রেণীর কর্মজীবী নারী, গৃহবধূ এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×