ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মেট্রোরেলের পিলারে ফের বাসের ধাক্কা, নারী আহত

মেট্রোরেলের পিলারে ফের বাসের ধাক্কা, নারী আহত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪ | ০০:৪৫

রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারানো একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ওই বাসের এক নারী যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিরপুর সুপার লিংক পরিবহনের বাসটি বিজয় সরণি থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। পথে আগারগাঁও এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর বাসটি মেট্রোরেলের পিলারে গিয়ে ধাক্কা দেয়।

এ সময় বাসে থাকা এক নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল একটি বাস মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছিল। এতে বাসটির অন্তত ১০ জন যাত্রী আহত হন।

আরও পড়ুন

×