ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ২, আটক ২ সুপারভাইজার

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ২, আটক ২ সুপারভাইজার

আটক ২ সুপারভাইজার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪ | ২২:২৮

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা করেছেন মৃত বাবুলের স্ত্রী নার্গিস। পরে বাসের শিক্ষানবিশ সুপারভাইজারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন— সুপারভাইজার তারেক হাসান, শিক্ষানবিস সুপারভাইজার মো. প্রিন্স।

সোমবার পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস জানান, রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে সড়ক দুর্ঘটনায় নিহত হন পিকআপ চালক বাবুল চিশতি ও তার সহযোগী কবির হোসেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, রাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান ইউটার্ন করার সময় দ্রুত গতির তুহিন পরিবহন তাদের ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপভ্যানের ভিতর থেকে মুমূর্ষু দুইজনকে বের করে রাস্তায় রেখেছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক চালক বাবুলকে মৃত ঘোষণা করেন। পরে সোমবার সকালে সহকারী কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার সময় ওই বাসেও যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে নিহত বাবুলের স্ত্রী নার্গিস আক্তার জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে। বাবুলের বাবার নাম আব্দুর রশিদ আকন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকতেন। ভাড়ায় পিকআপ ভ্যান চালাতেন তার স্বামী। রোববার রাত ১টার দিকে বাসা থেকে বের হয়। তখন বলেন, যাত্রাবাড়ী মাছের আড়ৎ থেকে পিকআপ ভ্যানে মাছ নিয়ে ভাড়ায় যাবেন। ভোরে পুলিশের মাধ্যমে তার দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে এসে তার মরদেহ পায়।

কবিরের স্ত্রী নাসরিন বেগম জানান, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার শিংজলা গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে। পরিবার নিয়ে তারা যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় থাকতেন। কবির পিকআপভ্যান চালাতো। যাত্রাবাড়ী মাছের আড়তে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে এসে তাকে চিকিৎসাধীন অবস্থায় পায়। ভোরে তিনি মারা যান।

ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে তোলা হবে।

আরও পড়ুন

×