বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক: আর্টিকেল নাইন্টিন

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকশোর হাইটসে সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৪ | ১৫:৪৫ | আপডেট: ২১ মে ২০২৪ | ১৫:৪৯
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা সংকটজনক অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক সংস্থা আর্টিকেল নাইন্টিনের বৈশ্বিক রিপোর্টে উঠে এসেছে। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকশোর হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারাবিশ্বে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়। সংস্থাটি একযোগে সারাবিশ্বের ১৬১টি দেশে এই রিপোর্ট প্রকাশ করেছে।
আর্টিকেল নাইন্টিনের বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর-ই-আলম রিপোর্ট তুলে ধরেন। রিপোর্টে বলা হয়, বাংলাদেশের মতপ্রকাশ স্কোর বা জিআরএক্স স্কোর মাত্র ১২। বৈশ্বিক অবস্থান ১২৮তম। ২০২২ সালে এই অবস্থান ছিল ১৩০তম। গত পাঁচ বছরে বাংলাদেশের স্কোর আটকে আছে ১১ ও ১২-এর মধ্যে। গত দশ বছরে স্কোর কমেছে ৮ পয়েন্ট আর দুই যুগে কমেছে ৩২ পয়েন্ট। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।
মতপ্রকাশের স্বাধীনতা ও বাংলাদেশের অবস্থান নিয়ে রিপোর্টে বলা হয়, ২০০০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪৪, যেটি মতপ্রকাশের শ্রেণিগত দিক থেকে ‘বাধাগ্রস্ত’ হিসেবে বিবেচিত। ‘বাধাগ্রস্ত’ থেকে ‘অতিবাধাগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবনমন হয় ২০০৬ সালে। পরের বছর আরও ১০ পয়েন্ট কমে স্কোর নেমে আসে ২৯ এ। এর পরের দুই বছর (২০০৮ ও ২০০৯ সালে) স্কোর ৫ পয়েন্ট বেড়ে ৩৪-এ উন্নীত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পরবর্তী বছরগুলোতে। ২০১৪ সালে স্কোর ৪ পয়েন্ট কমে ১৬ স্কোর নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো মতপ্রকাশের সংকটজনক শ্রেণিতে ঢুকে পড়ে। যা থেকে বাংলাদেশ এখনও উত্তরণ ঘটাতে পারেনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।