জয় বাংলা ম্যারাথনের জার্সি উন্মোচন ও কিট বিতরণ

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১০:৪৮ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১১:৪৪
রাজধানীর হাতিরঝিলে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ শিরোনামে হাফ ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব। আগামী ৭ জুন ভোর ৫ টায় সাড়ে তিন হাজার অংশগ্রহণকারীকে নিয়ে ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে হাতিরঝিল এলাকা পুরো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এ ছাড়া হাতিরঝিলের প্রতিটা পয়েন্টে পুলিশের ড্রোন ইউনিটের আওতায় থাকবে বলে জানিয়েছেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
এবারের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছে ৫০ ঊর্ধ্ব ১৪ নারী ও ১৫০ পুরুষ। এদের মধ্যে ৭২ বয়সী পুরুষ রয়েছে তিনজন। এছাড়া কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এর পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরতরাও অংশগ্রহণ করেছেন।
বুধবার বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জয় বাংলা ম্যারাথনের জার্সির উন্মোচন করা হয়। পরে ইস্কাটন গার্ডেন রোড পুলিশ কনভেনশন হলে অংশগ্রহণকারীদের মধ্যে দুই দিনব্যাপী কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডিএমপির যুগ্ম কমিশনার (লজিস্টিকস্) মোহাম্মদ জায়েদুল আলম, ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা, যুগ্ম কমিশনার এইচএম কামরুজ্জামান, পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক ও পুলিশ সুপার ঢাকা জেলা মো. আসাদুজ্জামান, ডিএমপির উপকমিশনার (মিডিয়া), পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এবং পিবিআই মিডিয়া শাখার প্রধান।
সংবাদ সম্মেলনে সভাপতি বলেন, ম্যারাথনের সময় পুরো ট্র্যাক জুড়ে নিরাপত্তা নিশ্চিতে একাধিক মেডিকেল টিম, হাইড্রেশন পয়েন্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগ কর্তৃক ম্যারাথন চলাকালীন সময়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে জানানো হবে।
পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি বনজ কুমার মজুমদার বলেন, হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করার কথা থাকলেও আন্তর্জাতিক মানের সেবা দেওয়ার জন্য ৩ হাজার ৫০০ জনে সীমিত রাখা হয়েছে। ম্যারাথনের ওয়েবসাইট জয় বাংলা ম্যারাথন ডটকমের মাধ্যমে প্রতিযোগীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। গত ২৫ মে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যে প্রতিযোগীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। তারা ম্যারাথনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে নিয়মিত ম্যারাথন সম্পর্কে আপডেট জানতে পারছেন।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্যাদি তুলে ধরা হয়- এতে প্রতিযোগীদের ৩ ঘণ্টা ৪০ মিনিটের মধ্যে ২১.০৯৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। দৌঁড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং সমাপ্ত হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের সামনে। প্রতিযোগীদের ওয়ার্মআপ সেশন চলবে ভোর সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত এবং লাইন আপ হবে ভোর ৪টা ৪৫ মিনিটে। দৌড় শুরু হবে ভোর ৫ টায়।
প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের সভাপতি বনজ কুমার মজুমদার এবং পরিচালনা করবেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী ১০জনকে পুরস্কার প্রদানসহ অংশগ্রহণকারীদের জন্য রয়েছে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট। ১৬ বছর থেকে ৫০ বছর (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- ১ম পুরস্কার এক লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৩০ হাজার টাকা, ৭ম পুরস্কার ২৫ হাজার টাকা, ৮ম পুরস্কার ২০ হাজার টাকা, ৯ম পুরস্কার ১৫ হাজার টাকা, ১০ম পুরস্কার ১০ হাজার টাকা। ৫১ বছর থেকে তদূর্ধ্ব (পুরুষ ও মহিলা) বিজয়ীদের পুরস্কার হিসেবে রয়েছে- ১ম পুরস্কার ১ লাখ টাকা, ২য় পুরস্কার ৭৫ হাজার টাকা, ৩য় পুরস্কার ৫০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৪০ হাজার টাকা, ৫ম পুরস্কার ৩৫ হাজার টাকা।
- বিষয় :
- পুলিশ
- দৌড় প্রতিযোগিতা
- ম্যারাথন
- হাতিরঝিল
- অ্যাথলেটিক্স