এডিসের লার্ভা পাওয়ায় ৯ স্থাপনাকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪ | ০২:৩৯
এডিস মশার লার্ভা পাওয়ায় পান্থপথে স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন একটি ভবনসহ ৯টি স্থাপনাকে ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত সাতটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বৃহস্পতিবার পান্থপথ, কামরাঙ্গীরচর, নারিন্দা, স্বামীবাগ, করাতিয়া রোড, সারুলিয়া, ডেমরা, রানীমহল, নন্দীপাড়া এম ব্লক, বনশ্রী ও খিলগাঁও এলাকায় এসব অভিযান চালানো হয়।
১ নম্বর অঞ্চলে ১৭ নম্বর ওয়ার্ডের পান্থপথ এলাকায় অবস্থিত স্কয়ার হাসপাতালের জন্য নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে মশার লার্ভা পাওয়া যায়। ফলে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদ। ওই ভবনটি ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিস লিমিটেড নির্মাণ করছে বলে জানা গেছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও ৪৪টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন।
এসব অভিযানে ১০টি অঞ্চলে সর্বমোট ৪৫৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯টি মামলায় সর্বমোট ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।