রাজধানীতে ফুটপাথ প্রযুক্তি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪ | ০২:৪৩ | আপডেট: ০৬ জুলাই ২০২৪ | ০৪:৫৬
রাজধানীতে ফুটপাথ প্রযুক্তি বিষয়ক একটি প্রচারমূলক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ (গ্রুপ) কোং লিমিটেডের অধীনে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ডিবিইডিসি) এই সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী। এছাড়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ (গ্রুপ) কোং লিমিটেডের জেনারেল ম্যানেজার লিউ জিয়াওবোসহ ১৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আক্তার হোসেন; পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির মহাপরিচালক মো. আবুল বাশার। বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সভাপতি ছাড়াও বিভিন্ন চীনা ও বাংলাদেশি প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ এবং মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে ডিবিইডিসি আধা-অনমনীয় ফুটপাথ প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়, যার মধ্যে নকশা ধারণা, নির্মাণের বৈশিষ্ট্য, গুণগতমান, উপাদান নির্বাচন এবং কাজের অগ্রগতি সম্পর্কে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। এ বি এম আমিন উল্লাহ নূরী এই প্রযুক্তিটি চালু করার জন্য সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ (গ্রুপ) কোং লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি বাংলাদেশের পারিপার্শিক অবস্থার সঙ্গে অত্যন্ত মানানসই একটি উদ্যোগ। তিনি বলেন, বাংলাদেশে সাধারণত ফুটপাথ কাঠামো স্তরের জন্য নদীর তলদেশ থেকে সংগৃহীত বালি ব্যবহার করা হয়, যাতে করে ফুটপাতগুলো কিছুটা দুর্বল মানের, কম ধারণ ক্ষমতা সম্পন্ন ও কম টেকসই হয়ে থাকে। একইসঙ্গে, এটি রাস্তা নির্মাণের জন্য চূর্ণ পাথরের মতো আমদানি করা উপকরণের ওপর দেশের নির্ভরতা হ্রাস করে, নির্মাণ ব্যয় কমায় এবং ব্যাপকহারে ইট ব্যবহারের কারণে যে পরিবেশগত ক্ষতি হয়, তা হ্রাস করে।
অনুষ্ঠানে আরএইচডি ও এলজিইডি-এর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের সিইও ও পরিচালক জিয়াও ঝিমিং। সংবাদ বিজ্ঞপ্তি