ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মিরপুর

মিরপুরে আ.লীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

আ.লীগ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

মিরপুরে জড়ো হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১২:৩১ | আপডেট: ০৪ আগস্ট ২০২৪ | ১৩:২৬

রাজধানীর মিরপুরে জড়ো হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

মিরপুর ১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে যেতে সড়কে শিক্ষার্থীরা মাঝে মাঝে এগিয়ে আসছেন আবার আওয়ামী নেতাকর্মীদের ধাওয়া খেয়ে গলির ভেতরে ঢুকে যাচ্ছেন।

এসময় শিক্ষার্থীদের আওয়ামী নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। আওয়ামী নেতাকর্মীরাও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন এবং লাঠি হাতে তাড়া করেন।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে মুহুর্মূহু গুলির শব্দ শোনা গেছে। তবে কে বা কারা গুলি ছুড়ছে তা জানা যায়নি।

এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চললেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

আরও পড়ুন

×