দুই নারীর হাতব্যাগে মিলল দুই কেজি স্বর্ণ

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৭
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গ্রেপ্তার দু’জন হলেন– ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা ছনিয়া আক্তার ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা ছালমা বেগম। তাদের কাছ থেকে জব্দ করা স্বর্ণগুলোর ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। আটকের পর দু’জনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দ স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে সোমবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) শাহজালাল বিমানবন্দরে আসেন ছনিয়া ও ছালমা। পরে তাদের দু’জনের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ২৪টি স্বর্ণবারের বাজারমূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান বলেন, স্বর্ণবারগুলো দুই যাত্রীর হাতব্যাগে কালো স্কসটেপে মোড়ানো ছিল। পাচারের উদ্দেশে এসব স্বর্ণ সুকৌশলে লুকিয়ে রেখেছিলেন তারা।
বিমানবন্দর থানার ওসি এরশাদ আহমেদ জানান, ছনিয়া ও ছালমার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে। তারা স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।