ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ ইন্টারকন্টিনেন্টাল কর্মচারীদের

অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ ইন্টারকন্টিনেন্টাল কর্মচারীদের

বুধবার বিকেলে ক্রাব মিলনায়তনে 'বৈষম্যের শিকার এবং বেআইনিভাবে চাকরিচ্যুত শ্রমিক ও কর্মচারীবৃন্দ' ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:২৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:২৯

হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাবেক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান। বুধবার বিকেলে ক্রাব মিলনায়তনে 'বৈষম্যের শিকার এবং বেআইনিভাবে চাকরিচ্যুত শ্রমিক ও কর্মচারীবৃন্দ' ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। এর আগেও তারা একই দাবিতে সংবাদ সম্মেলন করেন।

নুরুজ্জামান বলেন, অন্যায়ের প্রতিবাদ করেছি আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি বিধায় আমরা উচ্চ ব্যবস্থাপনা পরিষদের রাজনীতির শিকার। সরকারের কাছে আমাদের আবেদন অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আমাদের এ আন্দোলন।

নুরুজ্জামান আরও বলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কর্তৃক ৩১ আগস্টে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। যেখানে তারা ভুল তথ্য সরবরাহ করে, যা সকলের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। যার প্রেক্ষিতে আজ আমাদের এই প্রতিবাদ সংবাদ সম্মেলন আয়োজন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, ঢাকা যার রেজিঃ নম্বর ১১১৬। এটি একটি ঐতিহ্যবাহী শ্রমিক ইউনিয়ন। হোটেলে দুর্নীতির প্রতিবাদ করায় আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এ হোটেলে শেরাটন সময় থেকে কর্মরত উল্লেখ করে এই সাবেক কর্মচারী বলেন, তারপর রূপসী বাংলা, তারপর ইন্টারকন্টিনেন্টাল। হোটেল রেনুভেশনের সময় বিআইসিসি ইন্টারকন্টিনেন্টাল এর ১০ বছরের একটা চুক্তি হয় অপারেট করার জন্য। আমরা যেহেতু শেরাটন রূপসী বাংলার স্টাফ, তাই শুধুমাত্র আইএইচজি চেইনকে একটা হেডকাউন্ট দেখানোর জন্য আমাদের বিআইসিসি প্যাডে চাকরি পার্মানেন্ট করা হয়। কিন্তু প্রভিশন পিরিয়ড ৬ মাস শেষে আমাদেরকে কনফার্মেশন লেটার দেয়া হয় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্যাডে। তার মানে আমাদের নিয়োগ বিআইসিসিতে হয়নি।

আরও পড়ুন

×