ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

৩ মাসে ১৪ লাখের বেশি গাছ লাগাল ওয়ার্ল্ড ভিশন

৩ মাসে ১৪ লাখের বেশি গাছ লাগাল ওয়ার্ল্ড ভিশন

ছবি: সমকাল

শহিদুল আলম

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:২২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১৫

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে সারা দেশে ১৪ লাখের বেশি বৃক্ষ রোপণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন ২২টি জেলায় তিন মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে সংস্থাটি। ‘ওয়ান মিলিয়ন ট্রি প্ল্যান্টেশন’ এই ক্যাম্পেইনের স্লোগান ছিলো ‘ট্রিস ফর ফিউচার জেনারেশন’। 

রোববার রাজধানীর একটি হোটেলে ক্যাম্পেইনের সাফল্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে মিডিয়া পার্টনার ছিলো সমকাল। এসময় ইকো ভিলেজ নিয়ে একটি গবেষণার ফলাফলও তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন এগ্রো মিটিওরোলজিকাল ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর ড. এম ডি শাহ কামাল খান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ডেপুটি সেক্রেটারি তানজিলা খানম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মাদ আরিফুর রাহমানসহ আরও অনেকে।

এসময় সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এ বিষয়ে এনজিও ও সরকার একযোগে কাজ করতে হবে। 

তরুণরাই আমাদের ভবিষ্যৎ উল্লেখ করে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, আমাদের পক্ষে একা সবকিছু করা সম্ভব নয়, কোন অলাভজনক প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমরা একসঙ্গে কাজ করবো। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার বলেন, ক্যাম্পেইনটি সময়পোযোগী। সরকারের দুর্যোগ দূরীকরণের ব্যবস্থাপনার সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগটির সামঞ্জস্য রয়েছে। 

বন বিভাগের প্রধান বন সংরক্ষক কর্মকর্তা মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড ভিশনের ইকো ভিলেজ উদ্যোগটি অনেক ভালো লেগেছে। যে গাছগুলো কার্বন বেশি শোষণ করে সেগুলো শহরে কীভাবে বেশি লাগানো যায় তা পরিকল্পনা করতে হবে। আমাদের গ্রিন স্পেসের দিকে জোর দিতে হবে কারণ এটি আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাবে। 

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর হিউম্যানিটোরিয়ান ইমাজেন্সি অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন দোলন জোসেফ গমেজ প্রমুখ।

আরও পড়ুন

×