পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: আমিনুল হক

মঙ্গলবার বিকেলে মিরপুর ১২ নম্বর এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ২২:৪৬
বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী সরকারের হাত থেকে কোনো কিছুই রেহাই পায়নি। লুটপাট, ধ্বংসের পাশাপাশি পরিবেশকেও দূষিত করেছে। দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রূপ নিয়ে এসেছিল। এই অস্বাভাবিক রূপকে স্বাভাবিকে নিয়ে আসতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যাতে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে পারি। পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বেশি বেশি করে বৃক্ষরোপণের বিকল্প নেই।
মঙ্গলবার বিকেলে মিরপুর ১২ নম্বর এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সৌদি আরবে শহীদ জিয়াউর রহমানের নামে একটা জায়গার পরিচিতি রয়েছে, যেখানে জিয়াউর রহমান নিম গাছ রোপণ করেছিলেন, সেই জায়গার মানুষ আজও জিয়াকে স্মরণে রাখে উল্লেখ করে আমিনুল হক বলেন, বৃক্ষ আমাদের মহামূল্যবান একটা সম্পদ, যা অক্সিজেন সরবরাহ করে। বর্তমানে বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষ নিধন চলছে সেই হারে বৃক্ষরোপণ হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কারণ বৃক্ষ মানুষের পরম বন্ধু।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আজকে পল্লবী থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হলো, পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে শুধু পল্লবী রুপনগর এলাকায় বৃক্ষরোপণ নয়, ঢাকা মহানগর উত্তরের সকল থানা ও ওয়ার্ডে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।
পল্লবী থানা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লব এর উদ্যোগে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সদস্যসচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান,আনিছুর রহমান, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মজিবুল হক, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, রুপনগর থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক আবুল খায়ের, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুন, পল্লবী থানা মহিলা দলের আহবায়ক লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
- বিষয় :
- বিএনপি
- বৃক্ষরোপণ
- বৃক্ষরোপণ অভিযান