সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
এক দফা দাবিতে কর্মবিরতি নার্সদের

গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। ছবি: শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ০৫:৪০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ১০:৩১
এক দফা দাবিতে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন নার্সরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এ কর্মবিরতি পালন করেন। তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব আমলাকে অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।
কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। কয়েকটি অস্ত্রোপচার আটকে থাকে। কর্মবিরতিতে অংশ নেওয়াদের মধ্যে জ্যেষ্ঠ নার্স নুর জাহানসহ কয়েকজন সমকালকে জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৮০০ নার্স কর্মরত আছেন। তারা সবাই এ কর্মবিরতি যোগ দিয়েছেন।
গতকাল সরেজমিন হাসপাতাল ঘুরে জরুরি বিভাগসহ বিভিন্ন রোগী ও তাদের স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নার্সদের কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। জটিল রোগ নিয়ে হাসপাতালের ভর্তি বিভিন্ন ওয়ার্ডে রোগীরা সময়মতো চিকিৎসাসেবা না পেয়ে কাতরাচ্ছেন।
অপারেশনের রোগীরা ড্রেসিং করতে এসে জরুরি বিভাগ থেকে টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ফিরে যান।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক বলেন, চিকিৎসাসেবায় বড় ভূমিকা পালন করেন নার্সরা। তাদের কর্মবিরতির
কারণে সেবা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে কর্মবিরতি শুধু এ হাসপাতালেই নয়, সারাদেশে একযোগে সরকারি হাসপাতালগুলোতে হয়েছে।