এনবিআর চেয়ারম্যান
স্বর্ণ পাচারে জড়িত এয়ারক্রাফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

বিমানবন্দরে হেল্প ডেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। ছবি: শহিদুল আলম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:৪৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৫:৫৩
অর্থ মন্ত্রণালয়ের অভ্যস্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বর্ণ চোরাচালানকারীরা পাচারের উদ্দেশ্য যেসব এয়ারক্রাফট ব্যবহার করবে, সেসব এয়ারক্রাফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এয়ারক্রাফট থেকে স্বর্ণ উদ্ধার হলে অবশ্যই থানায় মামলা করতে হবে।
আজ রোববার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হলে প্রবাসী যাত্রীদের জন্য নির্মিত হেল্প ডেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চোরাচালান বন্ধে ব্যাগেজ রুলের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রবাসী যাত্রীরা বিমানবন্দর কাস্টমসে যাতে কোনো হয়রানি বা ভোগান্তির শিকার না হন, এজন্য বিমানবন্দরে এই হেল্প ডেক্স নির্মাণ করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বৈধভাবে স্বর্ণ নিয়ে আসার সু্যোগ আছে। ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আরও সহজ করা হচ্ছে নিয়ম-কানুন। আগামীতে চালু হচ্ছে মোবাইল অ্যাপস।
এ সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা কাস্টম হাউস ও বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকতারা।
- বিষয় :
- এনবিআর
- এনবিআর চেয়ারম্যান
- স্বর্ণ