ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের অবরোধে বন্ধ রয়েছে ট্রেন চলাচল

শিক্ষার্থীদের অবরোধে বন্ধ রয়েছে ট্রেন চলাচল

রেললাইনের ওপর অবস্থান নিয়েছে শত-শত শিক্ষার্থী। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৫:২৭

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ দাবিতে সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেললাইনের ওপর অবস্থান নেয় শত-শত শিক্ষার্থী। এতে একদিকে যেমন যান চলাচল স্থবির হয়ে পড়ে অন্যদিকে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচলও। এতে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস। এছাড়া নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসে ইট-পাটকেল ছুড়তে শুরু করে শিক্ষার্থীরা। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

তারা আরও জানান, ইট-পাটকেলের আঘাতে ট্রেনটির জানালার কাঁচ ভেঙে যায়। পরে ট্রেনটি পুলিশ পাহারায় সেখান থেকে ঢাকা স্টেশনে নেওয়া হয়। 

এদিকে সড়কপথ অবরোধের কারণে রাজধানীর অভ্যন্তরীণ যান চলাচলও কার্যত স্থবির হয়ে পড়েছে। ফার্মগেট থেকে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী এবং মগবাজার-সাতরাস্তা হয়ে মহাখালী সড়কে দেখা যাচ্ছে তীব্র যানজট। মহাখালী পেরিয়ে কোনো যানবাহন বিমানবন্দর-উত্তরার দিকে বা উত্তরা থেকে কোনো যান ফার্মগেট বা মগবাজারের দিকে যেতে পারছে না।

সরেজমিন দেখা গেছে, স্বল্প দূরত্বের গন্তব্যের যাত্রীরা যান থেকে নেমে হেঁটে রওনা হয়েছেন। তবে বিপাকে পড়েছেন মহাখালী টার্মিনাল থেকে দূরপাল্লার বাসের যাত্রীরা। সকাল সাড়ে ১১টার পর থেকে কোনো বাস টার্মিনাল ছাড়তে পারছে না। যারা কোনোভাবে টার্মিনাল ছেড়েছে, তারাও মূল সড়কে উঠে আটকে থাকছে। কোনো কোনো বাস সাতরাস্তা ঘুরে বিজয়সরণি ওভারপাস হয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে। তবে যানজটের কারণে তাতেও বিশেষ সুবিধা হয়নি।

এসব ঘটনায় আহত নারী-শিশুর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে আহতদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, 

এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×