মা-মেয়ের মুখে এসিড ছুড়ে স্বর্ণের চেইন ছিনতাই

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ২৩:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ২৩:৪৫
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় নিজ বাসার সামনে এক নারী ও তার মেয়ের মুখে এসিড ছুড়ে ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের মা ও মেয়েকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সাথী রানী হালদার ও দুই বছরের কন্যা বিজয়িনী হালদার।
দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সাথী রানী গৃহিনী। তাদের ঘরে আরও দুই মেয়ে আছে।
তিনি জানান, সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির পাশে সেলুনে চুল কাটাতে যান। সেখান থেকে ফেরার পথে বাসার গেটের সামনে পৌঁছালে এক যুবক রফিক নামে কেউ আছে নাকি বলেই তার হাতে থাকা এসিড নিক্ষেপ করে। এরপর সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় সে। পরে তাদের চিৎকারে আশপাশের মানুষ তাদের উদ্ধার করে প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধ নারীর পরিবারের অভিযোগ, ওই যুবক মূলত গলার চেইন ছিনতাই করতে এই ঘটনা ঘটিয়েছে।
বাসার বাইরে সিসি টিভির ফুটেজ দেখে ওই যুবককে শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বিকেলে মা ও মেয়েকে এসিড দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে মেয়ে বিজয়িনীর ২০ শতাংশ ও মা সাথী রানীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাত খান সমকালকে বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন। তাকে দ্রুতই গ্রেপ্তার করা হবে।
- বিষয় :
- এসিড নিক্ষেপ
- ছিনতাই
- রাজধানী