ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর-বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর-বিড়াল হত্যার প্রতিবাদে বিক্ষোভ, অবস্থান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১৮:৩৯

রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি এলাকায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বেশ কয়েকটি কুকুর ও বিড়াল হত্যার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১টা থেকে জাপান গার্ডেন সিটির মূল ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।

এ ঘটনায় পশু হত্যার অভিযোগ এনে আদাবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয়টি কুকুর এবং একটি বিড়ালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ছবি ও তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেন এবং প্রাণীপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত পাঁচ বছর ধরেই জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর নিধনের বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। তবে প্রাণী অধিকারকর্মী ও স্থানীয়দের প্রতিবাদের মুখে তাদের আগের প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কুকুর-বিড়াল নিধন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যানার ও ফেস্টুনেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ঘটনায় একজন লিখেছেন, ‘আমার এলাকায় মরা কুকুর-বিড়ালের লাশ পাহারা দিচ্ছি পোস্টমর্টেম হওয়ার আগ পর্যন্ত। ইতোমধ্যেই চারটি লাশ গায়েব করে দেওয়া হয়েছে। এখন মাত্র দুটি কুকুর আর একটি বিড়াল রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা এই কাজ করেছে, তারা আমাদের আগে বন্দুক দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এমনকি আমার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যেন আমি ভিডিও করতে না পারি।’

সাধারণ মানুষ এবং প্রাণী অধিকারকর্মীদের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের খুঁজে বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, এ ঘটনায় আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×