‘অগ্নিসেতু’র পরিচালনা পর্ষদের সভাপতি নাবিন, সম্পাদক মারুফ

সভাপতি নাবিন আবতাহি ও সাধারণ সম্পাদক মারুফ হাসান ভূঞা।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ২১:৩৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ২১:৩৯
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক–সাংস্কৃতিক সংগঠন ‘অগ্নিসেতু’র নতুন কার্য পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির এক জরুরি সভায় ১৫ সদস্যের এই পর্ষদ গঠিত হয়। পর্ষদে সভাপতি হয়েছেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) শিক্ষার্থী নাবিন আবতাহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী মারুফ হাসান ভূঞা।
পর্ষদের সহ-সভাপতি হয়েছেন গ্রিন ইউনিভার্সিটির হেমন্ত কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) লিয়াকত লিটন, দপ্তর সম্পাদক নটরডেম ইউনিভার্সিটির বেদৌরা বিনতে জিগায় ইলহানা, অর্থসম্পাদক গণ বিশ্ববিদ্যালয়ের শুক্রিয়া, প্রচার সম্পাদক গ্রিন লাইফ মেডিকেল কলেজের ফাইয়াজ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনিক এবং পাঠাগার সম্পাদক গণ বিশ্ববিদ্যালয়ের কবিদ খান দীপ।
এছাড়া সদস্য হয়েছেন নটরডেম ইউনিভার্সিটির সাবরিনা খান, বিইউবিটির লাবিব হাসান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) তাজরিয়ান চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের তারমিন আহমেদ তিশা, নর্থ সাউথ ইউনিভার্সিটির আদিবা বিনতে হাসান, সাউথইস্ট ইউনিভার্সিটির মনির রাফি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আবু সিদ্দিক ফাহিম।
- বিষয় :
- পরিচালনা পর্ষদ