অটোরিকশা চালকদের মিছিল থেকে বারডেম হাসপাতালে হামলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:১৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ১৬:৫৮
রাজধানীতে অটোরিকশা চালকদের মিছিল থেকে বারডেম হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে। মিছিল নিয়ে প্রেসক্লাব যাওয়ার পথে দুপুর বারোটার দিকে বারডেম হাসপাতালের গেটে হামলা করে আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীরা হাসপাতালের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
তবে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম সমকালকে জানান, এ ধরনের কোনো খবর তারা পাননি। জানলে ব্যবস্থা নেবেন।
- বিষয় :
- বারডেম হাসপাতাল
- অটোরিকশা চালক
- হামলা