‘সমবায় সমিতির মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো সৎ-যোগ্য নেতৃত্বে পরিচালিত হতে হবে’

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ২১:৪৩
সমবায় সমিতির মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো সৎ, যোগ্য এবং গতিশীল নেতৃত্বের মাধ্যমে পরিচালিত করতে হবে বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ হাউজিং এর আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ। তিনি বলেন, যারা এসব আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবেন তাদের ব্যক্তিগত স্বার্থ দূরে রেখে সমষ্টিক কল্যাণ নিশ্চিত করবে।
শনিবার রাজধানীর তেজগাঁও বটমলি হোম গার্লস হাই স্কুলে দি মেট্রোপলিটন ক্রিশ্চিয়ান কো-অপারেটিভ হাউজিং লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
সংগঠনের চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশন তার স্বাগত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন এবং আগামী দিনে তাঁর সফলতা কামনা করেন। তিনি বলেন, ‘আমাদের অর্জনকে ধ্বংস করার জন্য, দুর্নীতি ও অব্যবস্থাপনায় আচ্ছন্ন একটি স্বার্থান্বেষী মহল অসত্য তথ্য সংবাদ প্রচার ও সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। কিন্তু তাদের এ প্রয়াস ব্যর্থ হয়েছে।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস, (কাক্কো) লি. চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, দি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. প্রেসিডেন্ট হেমন্ত আই, কোড়াইয়া, ঢাকা খ্রিষ্টান বহুমুখী সমবায় সমিতি লি. প্রেসিডেন্ট আলবার্ট সুরেন মণ্ডল প্রমুখ।
- বিষয় :
- আর্থিক প্রতিষ্ঠান