ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বাধার মুখে বাতিল উত্তরার বসন্ত উৎসব

বাধার মুখে বাতিল উত্তরার বসন্ত উৎসব

বসন্ত উৎসবে শিশুশিল্পীদের পরিবেশনা। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৩৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮:৩৯

ঢাকার উত্তরায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বসন্ত উৎসব’ হয়নি। আজ শুক্রবার পয়লা ফাল্গুনে উত্তরার ৩ নম্বর সেক্টরে এই উৎসব হওয়ার কথা ছিল। আয়োজকরা বলছেন, ওখানকার কিছু মানুষের বাধার মুখে তারা এই উৎসব করতে পারেননি।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত ‘বসন্ত উৎসব’-এর সমাপনী বক্তব্যে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী এ কথা জানান।

৩১ বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করে আসছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এবার চারুকলা অনুষদের বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরে তাদের বসন্ত উৎসব উদ্‌যাপনের কথা ছিল। তবে বকুলতলা ও বাহাদুর শাহ পার্কে এই উৎসব হলেও উত্তরায় হয়নি।

বকুলতলায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে মানজার চৌধুরী বলেন, যথারীতি পুলিশের অনুমোদন নেওয়া, সিটি করপোরেশনে টাকা জমা দেওয়াসহ নিয়ম অনুযায়ী সবকিছু করেছেন। কিন্তু ‘ওখানকার (উত্তরার) কিছু মানুষের বাধার মুখে’ এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারেননি। ‘কিছু মানুষ’ কারা তা মানজার চৌধুরী তার বক্তব্যে বলেননি।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উত্তরা পশ্চিম থানার পুলিশ অনুষ্ঠানে নিরাপত্তা দিতে সবাই হাজির হন। কিন্তু আয়োজকেরা আসেননি। বাধা দেওয়ার বিষয়টি তাদের জানানো হয়নি বলে তিনি জানান। আয়োজকেরা এই অনুষ্ঠানের জন্য আগেই অনুমতি নিয়েছিলেন বলেন তিনি।

আরও পড়ুন

×