ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে সড়ক আটকে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

রাজধানীতে সড়ক আটকে সিএনজি চালকদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

মিরপুর ১৩ এলাকায় বিআরটিএ অফিসের সামনে সিএনজি চালকদের বিক্ষোভ (ছবি-জাকির হোসেন)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:২৩ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১০:৩৮

মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলার নিয়ম বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। রোববার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। 

ঢাকা মিরপুর ১৩ এলাকায় বিআরটিএ অফিসের সামনে সকাল সোয়া ৯ টায় সিএনজি চালকদের আন্দোলন করতে দেখা গেছে। এছাড়া রাজধানীর মগবাজার, রামপুরাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। এ কারণে দিনের শুরুতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থী। 

অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ যানজট তৈরি হয়েছে বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। 

সিএনজি হিসেবে পরিচিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রুয়ারি পুলিশকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, ‘গ্যাস অথবা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।’


 

আরও পড়ুন

×