ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদে সহস্রাধিক অসহায়ের মাঝে শেখ জাহিদ ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

ঈদে সহস্রাধিক অসহায়ের মাঝে শেখ জাহিদ ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

রাজধানীর উত্তরা, গুলশানসহ সিলেট, খুলনা ও পাবনার বিভিন্ন উপজেলায় এসব খাদ্য বিতরণ করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫ | ১৬:০৮

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শেখ জাহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহস্রাধিক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

রাজধানীর উত্তরা, গুলশানসহ সিলেট, খুলনা ও পাবনার বিভিন্ন উপজেলায় এসব খাদ্য বিতরণ করা হয়।

ঢাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব আমিরাত অ্যাম্বাসি বাংলাদেশের বৈদেশিক সাহায্য সংস্থার পরিচালক রাশেদ আল মাইল আল জাবি, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ।

খাদ্য বিতরণ অনুষ্ঠানগুলোর উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

আরও পড়ুন

×