ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দেড় ঘণ্টা পর চালু মেট্রোরেল

দেড় ঘণ্টা পর চালু মেট্রোরেল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ২০:০৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ২০:০৮

বৈদ্যুতিক গোলযোগের কারণে দেড় ঘণ্টা চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। মেট্রোরেল কর্তৃপক্ষের সূত্র বলছে, বিজয় সরণি এলাকায় মেট্রোরেল বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সমস্যা সমাধানের পর পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আরও পড়ুন

×