চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদরের প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মে ২০২৫ | ১৮:২৮ | আপডেট: ১৮ মে ২০২৫ | ১৮:৪৬
চাকরিচ্যুতের সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন-ভাতা দেওয়া, বরখাস্ত হওয়া গ্রেপ্তার সৈনিকের মুক্তিসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে সেনা সদর থেকে আসা প্রতিনিধিদল। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বৈঠক শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলে।
এর আগে চাকরিচ্যুত সেনাসদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে দাবি জানিয়ে তারা আলটিমেটাম দেন, নির্ধারিত সময়ের মধ্যে সেনা সদর থেকে কেউ আলাপের জন্য না এলে জাহাঙ্গীর গেটের উদ্দেশে লংমার্চ করবেন। বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্মের (বিসিপি) আয়োজনে এ কর্মসূচি পালন করেন তারা।
বেলা ২টার পর সেনা সদর থেকে একটি প্রতিনিধিদল বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসে। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।
তিন দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুতের সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন-ভাতা, অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল; কাউকে পুনর্বহাল করা সম্ভব না হলে সরকারি সব সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতায় আনা; যে আইনি কাঠামো ও বিচারব্যবস্থার প্রয়োগে সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচারব্যবস্থা ও সংবিধানের অনুচ্ছেদ-৪৫ সংশোধন করা।
- বিষয় :
- সশস্ত্র বাহিনী
- বৈঠক