ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব নিরসনে রাজপথ অবরোধ সঠিক নয়: সচিব

শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব নিরসনে রাজপথ অবরোধ সঠিক নয়: সচিব

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ২০:৫৬

শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব চিরন্তন। পুঁজির ধর্ম হচ্ছে মজুরি কম দিয়ে মুনাফা বৃদ্ধি করা। আর শ্রমের ধর্ম নায্য মজুরি প্রতিষ্ঠা করা। এই বিপরীত স্বার্থের কারণে শিল্প ও শ্রম খাতে দ্বন্দ্ব দেখা যায়। এই দ্বন্দ্ব নিরসনে আইনি পদ্ধতি রয়েছে। এসব বাদ দিয়ে রাজপথ অবরোধ করে শিল্প ও শ্রম খাতের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা সঠিক নয়। এ ক্ষেত্রে সরকারকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন জাতীয় কারিগরি ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। 

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য মাহীম সুলতানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাছির, বাবুল খান তাপস, গোলাম ফারুক, কবীর হোসেন, শামীম আরা, লাভলী ইয়াসমীন, মো. ইলিয়াস, মরিয়ম আক্তার, তপন শাহা, আঁখি আক্তার, মো. শাজাহান মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, মে দিবসের চেতনা হচ্ছে সকল প্রকার শোষণ ও বৈষম্য থেকে মুক্তি। এখনও মে দিবসের চেতনার বাস্তবায়ন হয়নি। এখনও শ্রমিকদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হয়। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তুলতে হবে। 

আরও পড়ুন

×