ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫ | ১৪:৪৩ | আপডেট: ২৬ মে ২০২৫ | ১৫:৪৯
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহূত ৪৯তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাসানী পরিষদের সদস্যসচিব আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। এছাড়াও পশ্চিমবঙ্গের ভাসানী গবেষক ও ডকুমেন্টারি ফিল্ম মেকার সৌমিত্র দস্তিদার, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নু, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আরিফ সোহেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মওলানা ভাসানীর প্রাণ-প্রকৃতি-রবুবিয়তের দর্শনকে বর্তমান বাংলাদেশ ও বৈশ্বিক বাস্তবতার জন্যে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করা হয়। ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে ফারাক্কা লংমার্চের ওপর জাফর মুহম্মদ পরিচালিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষ ভাসানী পরিষদের আহ্বায়ক ইফতেখার হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ২টায় অনুষ্ঠান শেষ হয়।
- বিষয় :
- রাজধানী
- লংমার্চ
- ফারাক্কা বাঁধ