ইশরাকের দাবি
উপদেষ্টা আসিফের প্ররোচনায় নগর ভবনে হামলা

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৫:৩৪ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ০৫:৩৪
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে শ্রমিক দল নেতাদের একাংশের ওপর হামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্ররোচনা ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
এতে স্থানীয় সরকার উপদেষ্টার সম্পৃক্ততা আছে কিনা– তা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে বলতে পারে। প্রমাণ ছাড়া আমরা কাউকে অভিযুক্ত করতে পারি না। তবে যাঁর নেতৃত্বে হামলা হয়েছে, তাঁর সঙ্গে উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ইশরাকের পাশে সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের আমলে সেরা কাউন্সিলর পদক পাওয়া ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরকার সরকারকে দেখা গেছে।
গত সোমবার দুপুরে নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স ও আরেকাংশের সভাপতি আরিফ চৌধুরীর দু্’গ্রপে সংঘর্ষ হয়। এদিন ইশরাক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ ঘটনায় প্রিন্স ও ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেলকে দায়ী করে তাদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দেন। তাদের উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠ বলে দাবি করেন।
- বিষয় :
- ডিএসসিসি
- ইশরাক হোসেন