ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আলোচনা সভায় বক্তারা

ভোগবাদ ও উগ্রতা রোধে রবীন্দ্র-নজরুল চর্চা জরুরি

ভোগবাদ ও উগ্রতা রোধে রবীন্দ্র-নজরুল চর্চা জরুরি

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ২২:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৫ | ২২:৪৩

সমাজে অতি ভোগবাদ ও উগ্রতা রোধে তরুণ-তরুণীদের মাঝে রবীন্দ্র-নজরুল চর্চা বৃদ্ধি করা জরুরি। বাঙালি জাতি মানবিক। এই মানবিকতা বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংস্কৃতিকে লালন করার মধ্য দিয়ে সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতার অবক্ষয় রোধ করা সম্ভব।

সম্প্রতি জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন মোহাম্মদপুর থানার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, সাহিত্য সংস্কৃতিকে কখনই সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখা উচিত নয়। এই প্রবণতা মূলত বাঙালি সংস্কৃতির ওপর এক ধরনের হামলা। 

সভায় বক্তারা বাংলা সাহিত্য কৃষ্টি বিকশিত করার জন্য দলমত নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে উঠে সাহিত্য সংস্কৃতি চর্চা করতে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানান। 

সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের আহ্বায়ক ড তারিকুজ্জামান সুদান, জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের সদস্য সচিব রুস্তম আলী খোকন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক মীযানুর রাহমান তাসলিম, কবি মনিরুল ইসলাম, লালন গবেষক স্থপতি নাঈম রিপন, মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার সারওয়ার আলম, সংগঠক নাজমুল হাসান খান, সৈয়দ মোহাম্মদ হোসেন বাবলু, সন্তু মিত্র। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন তরুণ গবেষক রিয়াজ মাহমুদ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×