ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে চোর সন্দেহ ৭ জন আটক

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৫ | ১১:৪৮
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে শনিবার চোর সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আলম, মনিরুজ্জামান, মামুন, জাকির হোসেন, রাসেল, এনামুল ও বিল্লাল। তাদের প্রত্যেককে মোবাইল চুরির সন্দেহে আলাদাভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে মারধর করা হয় তাদের।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সমকালকে বলেন, মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা পৃথক সাতজনকে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন।