ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঢাকায় কর্মচারীর ছকে মালিকের পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই

অর্ধেক রিয়াল উদ্ধার, গ্রেপ্তার ৬

ঢাকায় কর্মচারীর ছকে মালিকের পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই

ছবি: প্রতীকী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ১৮:১৭ | আপডেট: ০২ জুলাই ২০২৫ | ২২:১২

রাজধানীর তেজগাঁওয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ সৌদি রিয়াল (১ কোটি ৬৩ লাখ টাকা) ছিনতাই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী ঠাণ্ডু মিয়ার দোকানের কর্মচারীর ছকে গত মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও সাতরাস্তা মোড়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ কর্মচারী তুহিনসহ ছয়জনকে গ্রেপ্তার ও আড়াই লাখ রিয়াদ উদ্ধার করেছে। অন্যদের নাম প্রকাশ করেনি। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত।

বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ঠাণ্ডু মিয়ার ৫ লাখ রিয়াল নিয়ে কর্মচারী তুহিন উত্তরায় কয়েকজনকে ‘পেমেন্ট’ করতে যাচ্ছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা গতিরোধ করে রিয়ালভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

তুহিনের ভাষ্য, বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে রওনা দিয়ে সাতরাস্তা মোড়ে আসা মাত্র গতিরোধ করে ভয় দেখিয়ে ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তুহিনকে হেফাজতে নেয়।

উপকমিশনার ইবনে মিজান জানান, পুলিশের জেরায় তুহিন স্বীকার করেন, তাঁর পরিকল্পনায় ঘটেছে এ ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে কয়েকজনের দেনা পরিশোধের জন্য অপকর্মটি করেন। তুহিনের দেওয়া তথ্যে ডিবিসহ পুলিশের একটি দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক ও ২ লাখ ৬৯ হাজার রিয়াল জব্দ করে।

ঢাকার শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন জানান, রিয়াল ছিনতাইয়ে জড়িত আরও দু-তিনজন পলাতক। তাদের গ্রেপ্তার ও বাকি রিয়াল উদ্ধারে অভিযান চলছে। ঠাণ্ডু মিয়ার মামলায় আসামিদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

ডিএমপি সদরদপ্তর সূত্র জানায়, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের ৩৭৬টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ৭৯, ফেব্রুয়ারিতে ৬১, মার্চে ৪১, এপ্রিলে ৪৩, মে ৯৪ ও জুনে হয় ৫৮টি।

গত ২৬ জুন দুপুরে ওয়ারীর নবাবপুর এলাকায় ব্যবসায়ীর ৩০ লাখ টাকাসহ দু’জনকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। অস্ত্রের মুখে তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যায় তারা। এ ঘটনায় ব্যবসায়ী সাইদুল ইসলাম মামলা করলে পুলিশ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

গত ১৪ জুন উত্তরার ১৩ নম্বর সেক্টরে র্যাকব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। র্যা বের পোশাক পরা দু-তিনজন মাইক্রো থেকে নেমে নগদ এজেন্টের টাকা বহনকারী তিন ব্যক্তিকে ধাওয়া দিয়ে ধরে গাড়িতে তোলেন। আর গত ২৭ মে মিরপুরের মাহমুদ মানি এক্সচেঞ্জের দুই ব্যবসায়ীকে দিনদুপুরে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ডিবি ছয়জনকে গ্রেপ্তার করে।


 

আরও পড়ুন

×