ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন

বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন

আশকোনা মেডিকেল রোডে মানববন্ধন করেন স্থানীয়রা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ১৫:২২ | আপডেট: ০৪ জুলাই ২০২৫ | ১৭:৫০

সরকারঘোষিত ২১ ফিট রাস্তা সংস্কারের লক্ষ্যে যেসব বিল্ডিংয়ের আংশিক অংশ রাস্তার সীমানায় পড়েছে তা ভাঙার দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর দক্ষিণখানের আশকোনা স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে আশকোনা মেডিকেল রোডে সংস্কারধীন রাস্তায় ‘নাগরিক অধিকারের ব্যানারে’ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধন থেকে হ্যান্ডমাইকে সরকারঘোষিত রাস্তা বড় করার পক্ষে সংস্কার রাস্তার সীমানার মধ্যে পড়া বিল্ডিংয়ের আংশিক অংশ দ্রুত ভাঙার দাবি জানান। এ ছাড়া সংশ্লিষ্ট বিল্ডিং মালিকদের অনুরোধ জানিয়ে স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া  কর্মীরা। 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, সরকার কর্তৃক রাজধানীর আশকোনা মেডিকেল রোডে সংস্করণ কাজ চলছে। এ অবস্থায় কিছু মালিকের বিল্ডিংয়ের আংশিক অংশ রাস্তার সীমানায় পড়ায় তা ভাঙতে তাদের নোটিশ দেওয়া হয়। এরইমধ্যে বেশ কয়েকজন মালিক রাস্তা বড় করার জন্য তাদের বিল্ডিংয়ের বাড়তি অংশ ভেঙে ফেলেছেন। কিন্তু এখনো ২-১ জন মালিক বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙছেন না। এ কারণে রাস্তা সংস্করণ করতে বাধার সৃষ্টি হয়েছে। 

রাস্তার পাশে থাকা মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল সমকালকে জানান, যেসব বিল্ডিংয়ের বাড়তি কিছু অংশ রাস্তায় পড়েছে; সেসব ভাঙার জন্য স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। সংশ্লিষ্ট রাস্তার সংস্করণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী (আনাম কনস্ট্রাকশন) শরীফুল ইসলাম সমকালকে জানান, রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। এ অবস্থায় রাস্তার সীমানায় থাকা কিছু  বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙতে নোটিশ করা হয়। অধিকাংশ মালিক ভাঙলেও ২-১ জন মালিক বাড়তি  অংশ না ভাঙায় সড়ক বড় করা যাচ্ছে না। এ কারনে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। 

স্থানীয় সোহানুর রহমান সোহাগ ও তারেক লস্করের নেতৃত্বে শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

×