ডিএনসিসি ও বন্ধন ২০ এর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০৩:৩৬
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিস) ও বন্ধন ২০ এর যৌথ উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান নিকেতন সংলগ্ন ড.ফজলে রাব্বী পার্কে দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় বন্ধন ২০ এর উদ্যোগে ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পার্ক পরিষ্কারের পুরো কার্যক্রম প্রক্রিয়া উপস্থাপন করা হয়। বন্ধন ২০ এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন পরিকল্পনা উপস্থাপন করেন।
বৈঠক চলাকালে ডিএনসিসির সিইও মো. আব্দুল হাই সংশ্লিষ্ট কতৃপক্ষকে ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উল্লেখ্য, প্রাতঃভ্রমণকারীদের সংগঠন বন্ধন ২০ দীর্ঘদিন যাবত গুলশান-১ এ ড. ফজলে রাব্বী পার্ক সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এলাকাবাসীর বিশেষ নজরে আসে।
বন্ধন ২০ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান বলেন, ২০ এর উদ্যোগে সহায়তার জন্য আমরা ডিএনসিসির মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রায় ৭০ জন পরিচ্ছন্নকর্মী ও ৫০ জন বন্ধন ২০ এর সদস্যের আন্তরিক প্রচেষ্টায় ড. ফজলে রাব্বী পার্ক এখন অনেকটাই পরিচ্ছন্ন।
সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন বলেন, আমরা পার্ক পরিচ্ছন্ন কার্যক্রমের পাশাপাশি পার্ক সংলগ্ন এলাকার অবৈধ কার্যক্রম, বিশেষ করে হকার উচ্ছেদ, সন্ধ্যার পর নির্বিঘ্নে চলার পরিবেশ তৈরি এবং পার্কের নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব সঠিক ভাবে পালনের নির্দেশ দেয়ার জন্য ডিএনসিসির সিইওর দৃষ্টি আকর্ষন করি। পরে উনার সম্মতিতে এসব বিষয়ে ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় বন্ধন ২০ এলাকার উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে এই আশা ব্যাক্ত করেন কার্যনির্বাহী সমিতির সদস্য শওকত আলী, লিটন, জহিরুল ইসলাম, শামসুল হকসহ অন্যান্য সদস্য।