সড়ক আইন প্রয়োগে বাধা পরিবহনখাতের 'অশুভ শক্তি': ইলিয়াস কাঞ্চন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০ | ০৯:০৫
হোঁচট খেয়েছে সড়ক পরিবহন আইন। আইনে যথাযথ প্রয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন খাতের একটি 'অশুভ শক্তি'। যখনই আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয় তখনই সেই শক্তি বাধা সৃষ্টি করে। নতুন করে নানা দাবি-দাওয়া তুলে গণপরিবহন বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে।
বহুল আলোচিত সড়ক পরিবহন আইন কার্যকরের বর্ষপূর্তিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন 'নিরাপদ সড়ক চাই'র (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আগামী ১ জানুয়ারি থেকে আইনের পূর্ণাঙ্গ প্রয়োগের দাবি জানিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে সংসদে পাস হয় সড়ক পরিবহন আইন। এর বছরখানেক পর গত বছরের ১ নভেম্বর থেকে আইন কার্যকর করা হয়। তবে মালিক শ্রমিকদের দাবিতে আইনের চারটি ধারার প্রয়োগ ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
দুই যুগ আগে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা ইলিয়াস কাঞ্চনের অভিযোগ, আইন বাস্তবায়নে সরকারের সংস্থাগুলোর মধ্যেও শৈথিল্য রয়েছে। তিনি বলেছেন, এখনো বিধিমালা হয়নি। ট্রাফিক আইন ভঙ্গে চালকের লাইসেন্সের পয়েন্ট কর্তনের ব্যবস্থা হালনাগাদ হয়নি। গাড়ির নিবন্ধন, ফিটনেস, আকৃতি পরিবর্তনজনিত অনিয়ম ও ক্রটি সংশোধনে বিআরটিএ কতটা সক্ষম তা নিয়েও প্রশ্ন তুলেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মতবিরোধ চলছে পরিবহন নেতাদের। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান খানের বিরুদ্ধে মামলা করায় তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে পরিবহন সংগঠনগুলো। একই কারণে গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানও বর্জন করেন নেতারা।
ইলিয়াস কাঞ্চন বলেছেন, তিনি চালক শ্রমিক কিংবা মালিকদের বিপক্ষে নন। তিনি অনিয়মের বিরুদ্ধে। কোনো চালক যদি ধরে নেন তাদের বিপক্ষে বলছেন, তা দুঃখজনক।
পরিবহন নেতাদের সমালোচনা করে ইলিয়াস কাঞ্চন বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে যারা ফায়দা লুটতে চাইছেন, তারাই প্রতিবছর কোটি কোটি টাকা চাঁদা আদায় করেন। এই টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়- তা জানতে চেয়েছেন ইরিয়াস কাঞ্চন। বলেছেন, শ্রমিকদের দক্ষতা বাড়াতে কোনো প্রতিষ্ঠান করা হয়েছে? হাসাপতাল করা হয়েছে? আবাসনের ব্যবস্থা করা হয়েছে? যদি দক্ষ করা হতো, তাহলে সড়ক দুর্ঘটনায় বছরে হাজারখানেক চালক, হেলপার মারা যেতেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিসচার ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন, রফিকুজ্জামান, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ প্রমুখ।
- বিষয় :
- ইলিয়াস কাঞ্চন
- সড়ক পরিবহন আইন