রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি সংগ্রাম পরিষদের

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ০৯:১১
বন্ধ রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল আধুনিকায়ন করে অবিলম্বে চালু এবং কর্মচ্যুত শ্রমিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে টিইউসি কার্যালয়ে এ সংগঠনের এক সভায় এসব দাবি করেন সংগ্রাম পরিষদের নেতারা।
পাট-সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, কামরুল আহসান, রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, শরিফুজ্জামান শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, করোনায় সারা পৃথিবীর মানুষের আয় কমে গেছে; মানুষ সংকটে আছে। পৃথিবীর বিভিন্ন দেশে সরকারগুলো মানুষের জীবিকা রক্ষায় যখন নানা উদ্যোগ নিচ্ছে, তখন এদেশে পাটকল বন্ধ করে ৫১ হাজার কর্মচারীকে বেকার করে দেওয়া হয়েছে। ভুল তথ্য দিয়ে পাটকলকে লোকসানি প্রতিষ্ঠান বলে সব কারখানা বন্ধ করা হচ্ছে। অথচ পাটকল কোনো লোকসানি প্রতিষ্ঠান নয়। কিন্তু সরকার আমলাদের পরামর্শে কোনো যুক্তি-তথ্যই মানছে না।
- বিষয় :
- রাষ্ট্রায়ত্ত পাটকল
- সংগ্রাম পরিষদ