ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ জন গ্রেপ্তার

ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৫ জন গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০ | ১০:৫৭

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া চক্রের পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর উত্তরার দক্ষিণখান, তুরাগ ও উত্তরা পূর্ব থানায় এলাকায় পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- সাদেক আলী, মো. ইয়াকুব, শাকিলা ইসলাম, মো. ওবায়দুল এবং মো. শাহজাহান। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকবই ও এক কোটি দুই লাখ ৬৮ হাজার টাকার একাধিক চেক, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৩০ টি ভুয়া নিয়োগপত্র, পাসপোর্ট, জাল সীলমোহর, ১২ টি জমির দলিল ও ১৬৮ টি জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত জব্দ করা হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ জানান, গ্রেপ্তার প্রতারকরা মূলত গ্রামের সহজ-সরল শিক্ষিত বেকার যুবকদেরকে টার্গেট করে বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিয়ে চাকরি দেওয়ার লোভ দেখাতো। একসময় তাদেরকে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিয়ে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা ও জমির দলিল। প্রতারণা করে এরা পালিয়ে যেত।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ কমিশনার এএসএম হাফিজুর রহমান জানান, বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে ওই অভিযান চালানো হয়েছে। প্রতারক চক্রটির অপর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×