জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন নিয়াজ মোর্শেদ

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০ | ১০:০৪
নিয়াজ মোর্শেদ এলিট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
রাজধানীর হোটেল রেডিসনে শনিবার দুপুরে আন্তর্জাতিক এই সংগঠনের সাধারণ সভা হয়। এরপর ভোটাভুটিতে নিয়াজ মোর্শেদকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
প্রেসিডেন্ট পদে নিয়াজ মোর্শেদের প্রতিদ্বন্দ্বি ছিলেন আরমান আহমেদ খান। জেসিআই বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি ইরফান ইসলাম নির্বাচনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে; যেন সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে। সংবাদ বিজ্ঞপ্তি