ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংকের কর্মীদের অবস্থান কর্মসূচি

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংকের কর্মীদের অবস্থান কর্মসূচি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৫

পরিদর্শক পদে পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ব্যাংকের ডাটা এন্ট্রি, কন্ট্রোল অপারেটর ও সমমান পদে কর্মরত তিন শতাধিক কর্মী। রোববার সকাল থেকে রাজধানীতে কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন-সিবিএ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল হক, সাধারণ সম্পাদক মো. ফারুক ও কার্যকরী সভাপতি মো. কামাল হোসেন। 

বক্তারা বলেন, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদে ৩০৪ জন্য কৃষি ব্যাংকে নিয়োগ পান। তাদের চাকরির বয়স চার বছর হলেই পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ার কথা। অথচ দশ বছর পেরিয়ে গেলেও পদোন্নতিতো দূরের কথা উল্টো নিয়ম ভঙ্গ করে সেই পদ বিলুপ্ত করা হয়েছে।

মো. মমিনুল হক বলেন, ২০০৯ সালের অর্গানোগ্রাম অনুযায়ী ৩ হাজার ৯৯০টি পরিদর্শক পদ আছে। এ পদে ৭৫ শতাংশ অর্থাৎ ২ হাজার ৯৯৩টি সরাসরি ও ২৫ শতাংশ অর্থাৎ ৯৯৭টি পদ ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা। অথচ ২০০৯ সাল থেকে ৯৯৭টি পদ শূন্য পড়ে আছে। সব গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করা হলেও ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরদের পদোন্নতির ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। ২০১৭ সালে ভুলক্রমে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরদের পরিদর্শক পদে পদোন্নতি না দিয়ে ৬২টি জনকে ডাটা এন্ট্রি সুপারভাইজার পদে পদোন্নতি দেওয়া হয়। যা নীতিমালা পরিপন্থি। এই ভুল প্রতিষ্ঠিত করতে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটরদের পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে না।

বক্তরা বলেন, ২০১৪ সালের নতুন অর্গানোগ্রামে পরিদর্শক পদটি বিলুপ্ত করা হয়। কিন্তু ২০০৮ সালের প্রবিধান এখনও বলবৎ আছে। তার আলোকে ডাটা এন্ট্রি অপারেটররা পদোন্নতি পেয়ে পরিদর্শ পদে যাবে। পরিদর্শক পদ থেকে পদোন্নতিরর পরই তা বিলুপ্ত হওয়ার কথা। এ বিষয়ে বারবার আবেদন করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সিবিএ নেতারা।

আরও পড়ুন

×