যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে মামলা, স্বামী গ্রেফতার

অভিযুক্ত স্বামী ওসমান ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ-সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২৩:৪৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ২৩:৫৩
রাজধানীর খিলগাঁওয়ে যৌতুকের টাকা না পেয়ে এক স্বামী তার স্ত্রীর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত স্বামী ওসমান ঢালীকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায় বলেন, ‘নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে তার স্বামী ওসমান ঢালীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। রোববার ওসমান ঢালীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
মামলার এজাহার থেকে জানা যায়, গত শনিবার অভিযুক্ত স্বামী মো. ওসমান ঢালী তার স্ত্রীর কাছে ব্যবসার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। যৌতুক হিসেবে এ টাকা স্ত্রী’র ভাইয়ের কাছ থেকে এনে দিতে চাপ দিতে থাকেন। কিন্তু টাকা আনতে অস্বীকার করায় স্ত্রীর ওপর নির্মম নির্যাতন শুরু করেন ওসমান ঢালী। এ সময় তাকে সহযোগিতা করেন তার বোন ও ভাগনে। গৃহবধূকে মেরে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে নির্যাতিত গৃহবধূর ভাই গিয়ে বোনকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।
নির্যাতিত ওই গৃহবধূ বলেন, ‘নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার মৃত আরজ ঢালীর ছেলে মো. ওসমান ঢালীর সঙ্গে ২০০৮ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তার ওপর নিয়মিত নির্যাতন করা হয়। কিন্তু একমাত্র সন্তানের (বয়স ১০) ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এতোদিন বিষয়টি কাউকে জানাননি।’
নির্যাতনের শিকার গৃহবধূর ভাই এম এ রেজা বলেন, ‘যৌতুকের দাবিতে এর আগেও আমার বোনের ওপর নির্যাতন চালানো হয়। কিন্তু এবার সীমা অতিক্রম করেছে। আমার বোনের সঙ্গে বিয়ের আগে ওসমান ঢালী আরও একটি বিয়ে করেন। বিষয়টি তারা গোপন রাখেন। ওই ঘরে তার একটি পুত্রসন্তানও আছে। ওই স্ত্রীর সঙ্গে সংসার করতে এবং বনশ্রীর বাড়ি ছাড়া করতে আমার বোনের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে ওসমান ঢালী ও তার পরিবার।’