বিশ্ব ক্যান্সার দিবসে সাইকেল র্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১ | ০৬:৩৪
'বিশ্ব ক্যান্সার দিবস-২০২১' উপলক্ষে জনসচেতনতা তৈরির জন্য বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় এ র্যালির আয়োজন করা হয়।
ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষকেরাসহ শতাধিক সাইকেল রাইডার্স এতে অংশ নেন। র্যালিটি যৌথভাবে আয়োজন করেন- এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজেস ফোরাম (বিএনসিডিএফ)।
বিশ্বে প্রতি বছর ১৫ মিলিয়ন মানুষ অসংক্রমিত রোগে (এনসিডিস) মারা যান। শারীরিক ঝুঁকি, অর্থনৈতিক প্রভাব এবং চিকিৎসা ব্যয়ের প্রেক্ষিতে ক্যান্সার অসংক্রমিত রোগগুলোর মধ্যে সর্বাধিক ক্ষতিকর এবং বোঝা সৃষ্টিকারী। বাংলাদেশে বর্তমানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ ক্যান্সারে ভুগছেন। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর যাত্রা লগ্ন থেকেই অসংক্রমিত রোগ নিয়ে কাজ করে যাচ্ছে।
ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসার জন্য জাতীয় পর্যায়ে জনসচেতনতা তৈরি এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এ সাইকেল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে সংসদ ভবন ও গণভবনের চারপাশ প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন- শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. পারভীন শাহিদা আখতার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অধ্যাপক ডা. মুমতাজ বেগম প্রমুখ।
'শান্তি ক্যান্সার ফাউন্ডেশন', 'অপরাজিতা সোসাইটি এগেইনস্ট ক্যান্সার', 'বিডি সাইক্লিস্ট' ও 'হলিডে রাইডার্স' র্যালিতে যোগ দিয়ে তাদের সংহতি প্রকাশ করে। র্যালির শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় ক্যান্সার প্রতিরোধ ও নিরাময়ে সবার সচেতনতা ও সংহতির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজনটির পৃষ্ঠপোষকতায় ছিল বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বিশ্ব ক্যান্সার দিবস
- সাইকেল র্যালি