পান্থপথে ফুটওভারব্রিজে আগুন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ১২:২৯
রাজধানীর পান্থপথে ফুটওভার ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উত্তর দিকের সিঁড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এই আগুন লাগে। অবশ্য ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই তা নিভিয়ে ফেলেন।
অগ্নিকাণ্ডের সময় ওই সড়কে চলাচলরত যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও কোনও হতাহত নেই বলে পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম
জানিয়েছেন, বসুন্ধরা শপিং মলের পশ্চিম পাশে অবস্থিত ফুটওভার ব্রিজের সঙ্গে
থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। ব্রিেেজর সিড়ির হাতলে দাহ্য
রঙ থাকায় আগুন কিছুটা ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া আগুন ছড়াতে
পারেনি।