ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ব্যতিক্রমী উদ্যোগ

রিকশাচিত্রে করোনা সচেতনতা

রিকশাচিত্রে করোনা সচেতনতা

করোনা সচেতনতার অংশ হিসেবে রিকশাচিত্রে স্থান পেয়েছে এ রকম বিষয় সমকাল

আতাউর রহমান

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ | ১২:০০ | আপডেট: ২২ এপ্রিল ২০২১ | ১৪:২০

রাজধানীর আগারগাঁওয়ের সড়কে এগিয়ে যাচ্ছে যাত্রীবাহী রিকশা। অন্য রিকশাগুলোর মতো সেটির পেছনে ছায়াছবির গতানুগতিক কোনো পেইন্টিং নেই। রিকশাচিত্রের জায়গাটুকু দখল করেছে- 'মাস্ক না পরলে করোনার ভেলকি লাগবে, বোঝো নাই ব্যাপারটা? আয়না'- এমন সব স্লোগান। পাশেই মাস্ক পরা অভিনেতা চঞ্চল চৌধুরীর ছবি। আয়নাবাজি চলচ্চিত্রের সংলাপ থেকে বানানো হয়েছে এই স্লোগান।
রিকশাচিত্রে এক সময়ে নানা অসংগতি তুলে ধরে সচেতনতামূলক তথ্য প্রচার হতো। জনপ্রিয় বিভিন্ন ছায়াছবি বা নাটকের সংলাপসহ চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের চিত্র আঁকা থাকত তাতে। চলমান মহামারিতে রিকশার পেছনে থাকা সেই চিত্রের ক্যানভাস দখলে নিয়েছে করোনা বিষয়াবলি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রিকশা পেইন্টিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মাস্ক পরতে সচেতন করে চলেছেন। 'পাশে আছি ইনিশিয়েটিভ' ফেসবুক গ্রুপের মাধ্যমে এ সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন তারা।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ঢাকার রাস্তায় বিভিন্ন রিকশাচিত্রে তাদের এই সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়। সম্প্রতি কক্সবাজারে চলাচলকারী রিকশার পেছনেও এই ধরনের পেইন্টিং করেছে শিক্ষার্থীদের ওই গ্রুপটি।
আয়নাবাজি চলচ্চিত্রের ওই সংলাপ ছাড়াও 'আজ রোববার' নাটকের বড় চাচা চরিত্রে আলী যাকেরের সংলাপ থেকে তৈরি করা হয়েছে- 'মতি মিয়া মাস্ক না পরে ঘুরছে। তাকে শাস্তি দেয়া প্রয়োজন'। পাশেই মাস্ক পরা আলী যাকেরের ছবি। রিকশাচিত্রে আরও ফুটে উঠেছে- 'ফেলুদা' চরিত্রের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সংলাপ 'তোপসে, করোনার কেসটা মনে হচ্ছে বেশ গোলমেলে!' এবং 'আজ রোববার' নাটকের আনিস চরিত্রের অভিনেতা জাহিদ হাসানের সংলাপ ঘুরিয়ে বলা হয়েছে- 'আশ্চার্য, লোকটি মাস্ক পরেনি কেন!' দুই অভিনেতার ছবির মুখে মাস্ক পরিয়ে প্রচার করা হয়েছে সচেতনতার। গোপল ভাঁড়ের মাস্ক পরা ছবি দিয়ে বলা হয়েছে- 'হাসির রাজা, জ্ঞানের রাজা, মাস্কের রাজা গোপাল ভাঁড়।'
এ ছাড়া বিভিন্ন জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের সংলাপ ও গান থেকে 'ও আমার বন্ধুগো, মাস্ক কোথায় তোমার', 'ছেড়ে দে আমাকে, তুই মাস্ক পরিসনি', 'ভাতিজা মাস্ক না পরলে খাইছি তোরে'। আছে প্রয়াত অভিনেতা সালমান শাহ, আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মেসির মাস্ক পরা ছবিও।
'পাশে আছি ইনিশিয়েটিভ'-এর সহপ্রতিষ্ঠাতা তাহমিদ হাসান সমকালকে বলেন, তারা করোনার ভয়াবহতা ও সাধারণ মানুষকে মাস্ক পরতে উৎসাহী করতে রিকশা পেইন্টকে বেছে নিয়েছেন। করোনার সময়ে রিকশার চিত্রকররাও বেকার হয়ে পড়েছেন। এসব ছবি আঁকিয়ে নিয়ে তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর 'পাশে আছি ইনিশিয়েটিভ' গ্রুপটি শুধু রিকশাচিত্রেই মানুষকে সচেতন করছে না, তারা নানাভাবে অসহায়, প্রান্তিক ও দিনমজুর মানুষের পাশেও দাঁড়িয়েছেন। মহামারি শুরুর দিকে নীলক্ষেতের ফুটপাতে বই বিক্রেতাদের কাছ থেকে তারা বই নিয়ে বিক্রি করেছেন। সেই আয় দিয়ে সহায়তা করেছেন অসহায় মানুষকে। এ ছাড়া বিভিন্নজনের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে এই করোনাকালে তৃতীয় লিঙ্গের মানুষ, যৌনকর্মী থেকে শুরু করে দরিদ্রদের বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছেন। এসব খাবার রিকশা দিয়ে নিয়ে রিকশাচালকদের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন।
তাহমিদ হাসান বলেন, যারা করোনায় কাজ হারিয়েছেন, অসহায় হয়ে পড়েছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করছে তাদের গ্রুপটি। স্বাস্থ্যবিধি মেনেও একজন ক্ষুদ্র পেশাজীবীর কর্মসংস্থান যেন ঠিক থাকে সেদিকে নজর দিচ্ছেন তারা। এ জন্য অনেকেই তাদের সহায়তার হাত বাড়িয়েছেন।

আরও পড়ুন

×