বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিল চেয়ে গণস্বাক্ষর

ছবি: কাজল হাজরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১০:১৮
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বাতিলের দাবিতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 'বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ও সাধারণ নাগরিক সমাজ'-এর উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে এই স্বাক্ষর সংগ্রহ চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
অনুষ্ঠানে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, দুর্নীতি ও ভুল নীতিতে নিমজ্জিত বিদ্যুৎ খাতকে কোরামিন দিয়ে বাঁচাতে সরকার জনগণের পকেট কাটার পথ বেছে নিয়েছে। এটা অনৈতিক ও অন্যায়। তিনি বিদ্যুৎ খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয় বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গণশুনানিতে আমরা এ অন্যায়ের প্রতিবাদ করে এসেছি। শুধু পিডিবির কিছু বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া অনৈতিক।
কর্মসূচিতে অংশ নেওয়া এক সরকারি চাকরিজীবী বলেন, সৎ আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অর্থ সাশ্রয় করতে হেঁটে চলাচল করি। দ্রব্যমূল্যের দাম এমনিতেই আকাশছোঁয়া। এরপর বিদ্যুতের দাম বাড়লে খাওয়া-দাওয়া বন্ধ করে দিতে হবে।
বেসরকারি ব্যাংকে চাকরিরত মো. আলী রনি বলেন, আমি ভাড়া বাসায় থাকি। বাড়িওয়ালা জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর নোটিশ দিয়ে বলেছেন, বিদ্যুতের দাম বাড়লে ভাড়া আরও বাড়বে। এমন হলে ঢাকা ছাড়তে হবে আমাদের।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়ারুল বলেন, সরকার তো জনগণের কথা শোনে না। শোনে দুর্নীতিবাজদের কথা। তাদের স্বার্থ রক্ষা করে। অবসরপ্রাপ্ত জেলা জজ তাজ মোহাম্মদ বলেন, লুটেরাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। এদের বিরুদ্ধে সচেতন ও সৎ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সদস্য জোয়ারদার, মোস্তফা, রাজ্জাক, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান প্রমুখ।
- বিষয় :
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি
- গণস্বাক্ষর