ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডিএনসিসির অভিযান

গাবতলীতে ১১ একর জায়গা দখলমুক্ত

গাবতলীতে ১১ একর জায়গা দখলমুক্ত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৮:২৪ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৭:৩৭

রাজধানীর গাবতলীতে অভিযান চালিয়ে ১১ একর জায়গা উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসব জায়গা দখল করে প্রভাবশালীরা কয়লা, ইট ও বালুর আড়ত গড়ে তুলেছিল।

মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়।

ডিএনসিসি জানায়, অভিযানে গাবতলী পশুহাট এবং তুরাগ নদীর পাশের প্রায় ৫০টি কয়লা, ইট, বালুর আড়ৎ এবং প্রায় ১০০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া গাবতলী পশুহাট ও তুরাগ নদীর তীরের মধ্যবর্তী এলাকায় ডিএনসিসির প্রায় ১১ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। এসব জায়গা প্রভাবশালীরা বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছিল। অভিযানের সময় ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×