খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০১:৪৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ | ০১:৪৩
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শিহাব উদ্দিন আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিহাব র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের মেস বয় ছিলেন।
খিলগাঁও থানার এএসআই বিধান রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে শিহাব মেসের বাজার করার জন্য খিলগাঁও বাগিচা মসজিদের কাছ দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। শিহাবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন র্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের এএসআই আশরাফ উদ্দিন। পরে হাসপাতালে শিহাবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
খিলগাঁও থানার এএসআই বিধান রায় জানান, শিহাবের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তার মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
- বিষয় :
- খিলগাঁও
- ট্রেনের ধাক্কা
- যুবকের মৃত্যু