ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আবার বাড়ছে ডেঙ্গু রোগী

আবার বাড়ছে ডেঙ্গু রোগী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৮:৩২

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। দু'দিন ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৩৭১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দু'দিন ধরে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৪ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসাবে এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার নতুন করে আরও ৩৭১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করে। কিন্তু দু'দিন ধরে আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত রোববার আক্রান্তের সংখ্যা ৩৪২ জনে নামলেও সোমবার ৩৪৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার এ সংখ্যা আরও কিছুটা বেড়ে ৩৭১ জনে দাঁড়ায়। সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মোট চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলা হাসপাতালে ২৬৫ রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৮৮ হাজার ৩২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৬ হাজার ৬১৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

আরও পড়ুন

×