ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চকবাজারে ম্যালামাইন পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে ম্যালামাইন পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে- সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১ | ০৭:২৮ | আপডেট: ০৯ নভেম্বর ২০২১ | ০৭:২৮

পুরান ঢাকার চকবাজারে ম্যালামাইন পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চকবাজারের এসকে টাওয়ারের তিনতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটা জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু বলেননি তিনি।

এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে থানা থেকে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে। ভবনটিতে প্লাস্টিকের গোডাউন থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু বেশি সময় লেগেছে।

আরও পড়ুন

×