ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ শূন্যের কোটায়: স্থানীয় সরকারমন্ত্রী

দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ শূন্যের কোটায়: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৯:৪১

দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সূচকে নিরাপদ পয়ঃব্যবস্থাপনায় ম্যানেজড স্যানিটেশনে কিছুটা পিছিয়ে আছে। দেশের সকল জনগোষ্ঠীকে নিরাপদ পয়ঃব্যবস্থাপনায় আওতায় আনতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও উদ্যোক্তা সবাইকে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল ইনস্টিটিউটে স্যানিটেশন মাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

'সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন' প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান এবং বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর শিক্ষা শাখার প্রধান শিরীন মোক্তার।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, স্যানিটেশন উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। শুধু অক্টোবর মাসেই নয়, বছরব্যাপী ব্যাপক প্রচারের মাধ্যমে দেশের জনগণের মধ্যে স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখতে হবে। সকলের সর্বাত্মক সহযোগিতা, স্বাস্থ্যসম্মত ও উন্নত স্যানিটেশনের এ সামাজিক আন্দোলনকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে নেবে। মন্ত্রী স্যানিটেশন সংক্রান্ত বিষয়াবলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, দেশের প্রধানতম উন্নয়ন চ্যালেঞ্জ পানি ও স্যানিটেশন সংক্রান্ত রোগ সংক্রমণের হার কমিয়ে এনে স্বাস্থ্যসম্মত পানি ও স্যানিটেশন সুবিধাদির প্রাপ্যতা নিশ্চিত করা। এ ক্ষেত্রে 'জাতীয় স্যানিটেশন মাস' উদযাপন বিশেষ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×