ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রেড ক্রিসেন্ট সোসাইটিতে ৭৫ হাজার টাকা বেতনে চাকরি

রেড ক্রিসেন্ট সোসাইটিতে ৭৫ হাজার টাকা বেতনে চাকরি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২২ | ২২:১৩ | আপডেট: ২৮ মে ২০২২ | ২২:১৪

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ডিআরএম) বিভাগে কর্মী নিয়োগ দেবে। এ জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ২ জুনের মধ্যে আবেদন করতে হবে।

পদের নাম: কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং অফিসার

বিভাগ: ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট (ডিআরএম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: গণযোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগসংক্রান্ত কৌশল ও টেকনিক্যাল জ্ঞান, রিপোর্টিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন, অডিও ভিউজুয়্যাল–সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাকসেস, পাওয়ার পয়েন্টের কাজ জানাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)

কর্মস্থল: ন্যাশনাল হেডকোয়ার্টার্স, ঢাকা

বেতন: মাসে ৭৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।


আরও পড়ুন

×